তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা— নামগুলো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে সোনার হরফে। তবে এমন মহীরুহ দলে থাকার একটা বিড়ম্বনাও আছে বৈকি। কখনো সখনো তাদের ব্যক্তিসত্ত্বাটা তাদের ভক্তদের কাছে দলের চেয়েও বড় হয়ে ওঠে। বিষয়টার কড়া সমালোচনা করেছেন তামিম। দলের স্বার্থে এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
২০২৪ বিপিএলেও দুজনের মুখোমুখি লড়াইয়ে এর রেশ ছিল। দেশের ক্রিকেটের দুই মহাতারকার এভাবে লড়াইয়ে জড়িয়ে পড়াটা ভক্তদেরকেও বিভক্ত করে দিয়েছে পুরোপুরি। বিষয়টা দিনশেষে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতির, বিষয়টা জানালেন তামিম ইকবাল।
সে কারণে বিদায়বেলায় তিনি ভক্তদের জানালেন, সবার আগে ক্ষুদ্র পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সমর্থক হতে। তিনি বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক।’
বিষয়টা যে দলের ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে, সেটাও লুকাননি তামিম। তিনি বলেন, ‘এটা (নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে! দয়া করে এটা বন্ধ করুন!’
দেশের সর্বকালের সেরা এই ওপেনার আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন, আপনি মাশরাফির ভক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন।’
‘দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে। তবে দয়া করে তাদের সমর্থন করুন, এটি আপনার দল। দয়া করে একসাথে থাকুন।’
ঊষার আলো-এসএ