সোমবার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হন। যা গোটা দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটকেও নাড়িয়ে দেয়। হার্ট অ্যাটাকের পর থেকে তিনি সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে আজ ছুটে গিয়েছেন তার সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন রেজা।
তামিম বড় বিপদ থেকেই রক্ষা পেয়েছেন গতকাল। যে কারণে মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি জানিয়েছেন দুজনে। সাকিবের বাবার আশা, দ্রুত সুস্থ হয়ে তামিম ফিরে যাবেন তার বাসায়।
আজ ২৫ মার্চ দুপুরে তামিমকে দেখতে সাভারের হাসপাতালটিতে ছুটে যান দুজনে। সেখানে তাকে দেখে সাকিবের বাবা মাশরুর সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা আমি জানি না। তবে তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই বাসায় চলে যেতে পারবে।’
এরপরই তিনি জানালেন, তামিমের জন্য নামাজ পড়ে দোয়া করেছেন গতকাল। তার কথা, ‘দোয়া করা ছাড়া এ মুহূর্তে আর কি করার আছে বলেন। এ মুহূর্তে তামিমকে দেখলাম। তার জন্য দোয়া করলাম। গতকালও নামাজ পড়ে দোয়া করেছি।’
সাকিবের মা শিরিন রেজার কণ্ঠেও একই কথা। তামিমের জন্য দোয়া চাইলেন তিনি। শিরিনের ভাষ্য, ‘সবাই দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ রহম করেছেন। অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। এখন সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।’
ঊষার আলো-এসএ