UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের মাঠে ফেরা এখনো অনিশ্চয়তায় ঘেরা

usharalodesk
অক্টোবর ৩০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : তামিম ইকবাল কি আদৌ মাঠে ফিরবেন? এই প্রশ্নের উত্তর ক্রমেই ঘোলাটে হচ্ছে। দেশের ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর তামিমের ফের জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সম্ভাবনা দেখেছিলেন কেউ কেউ। বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তামিমের দৃশ্যমান সখ্যতা সে সম্ভাবনার পালে হাওয়া দিয়েছিল।

তবে এখন খোদ বিসিবি প্রধানই বলছেন, তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে কিছু জানা নেই তার। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই মুহূর্তে এরকম কোনো নিউজ আমার কাছে নেই।’

গত বছরের জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েও পরে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে সে সিদ্ধান্ত থেকে পিছু হটেছিলেন। তবে একই বছর ওয়ানডে বিশ্বকাপের আগে পরিস্থিতির অবনতি হয়। বোর্ডের সঙ্গের বৈরিতার জেরে বিশ্বকাপ দলে তাকে না রাখার জন্য অনুরোধ করেন তামিম।

এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি তিনি। তবে বোর্ড এবং কোচিং প্যানেলে পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও বিসিবি সভাপতির নতুন এই মন্তব্যে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফের অনিশ্চয়তা সৃষ্টি হলো।

ঊষার আলো-এসএ