UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তামিমের রেকর্ড ভাঙলেন লিটন

pial
জুন ১, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন দাস। দারুণ পারফরম্যান্সের ছাপ পড়েছে তার র‌্যাকিং এবং রেটিং পয়েন্টেও। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রেটিং পেয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান, আর পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।

চট্টগ্রামে এক ইনিংস খেলে ৮৮ রান করেন লিটন দাস। পরে মিরপুরে ১৪১ ও পরে ৫২ রান করেন। তাতে তার রেটিং পয়েন্ট এখন উঠেছে ৭২৪ এ। ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ১২তম স্থানে এখন তিনি।

এর আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৭০৯ ছিল তামিমের, ২০১৭ সালের আগস্টে গড়েছিলেন এ রেকর্ড। বাঁহাতি ওপেনার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রান করলেও মিরপুরে দুই ইনিংসেই শূন্য রানে ফেরেন তিনি। পাঁচ ধাপ নেমে তিনি এখন তিনি ৩২ নম্বরে।

টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে র‌্যাংকিংয়ে এগিয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। চট্টগ্রামে ১০৫ রানের পর মিরপুরেও অপরাজিত ছিলেন ১৭৫ রানে। সাত ধাপ এগিয়ে সেরা ২০ জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে তিনি।

(ঊষার আলো-এফএসপি)