ঊষার আলো ডেস্ক : জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ এবং ‘দেশের প্রথম রাষ্ট্রপতি’ বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫জন নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুনামগঞ্জ সদর) আদালতে মামলা করেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী এবং জেলা বারের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম।
মামলায় অভিযোগ করা হয় যে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামে ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা আপলোড করেন। সেখানে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ এবং ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করেন তিনি। এতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে।
আদালতের বিচারক কুদরত-ই-এলাহী মামলাটি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
(ঊষার আলো-এফএসপি)