UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার: সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ ও কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। তিনি বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।

আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায় জামায়াত-শিবির চক্র অপপ্রচার ও প্রপাগাণ্ডা চালাচ্ছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন ও হাসান আহমেদ, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম, শামীম হাসান, বাদশা মিয়া, জাবেদ, আতিক, পিয়ার আলী মোল্লা, মাসুদ মোল্লা, নাছির জাবেদ, বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে যুবদল।

ক্যাপশন:  সিরাজদিখান ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় যুবদলের বিক্ষোভ।

ঊষার আলো-এসএ