UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালার আপনকে হুইল চেয়ার দিলো গ্রীণ ম্যান

koushikkln
মার্চ ২১, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলা নগরঘাটা গ্রামের আবির হোসেন আপন (১১)। জন্ম থেকেই হাঁটা-চলা বা কথা বলা- কোনটাই পারে না সে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় তাকে একটি হুইল চেয়ার কিনে দেয়া সম্ভব হচ্ছিলোনা আপনের হতভাগ্য পিতার। যে কারনে শিশু আপনের অমানবিক জীবন-যাপন করতে হচ্ছিল। দীর্ঘদিন কষ্টে চলার একপর্যায়ে আপনের মানিবক জীবন চোখে পড়ে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের।
শনিবার গ্রীন ম্যান পরিবারের সদস্যরা একটি নতুন হুইল চেয়ার কিনে তা উপহার হিসেবে দেয় আপনকে। এ সময় গ্রীন ম্যান সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান রাব্বি, মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, সাকিব খান ও ফাহিম খান প্রমুখ।
গ্রীন ম্যান’র প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, ‘সুবিধাবঞ্চিত শিশুদের যদি সঠিক পরিচর্যা ও যতœ নেয়া হয়, তাহলে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে। আমরা সর্বদা আমাদের সাধ্যমত এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করবো।’