UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার মাগুরা ইউপি নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিরন্ময় মন্ডল’র মনোনয়ন জমা

ঊষার আলো
মার্চ ১৭, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে আসন্ন তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক হিরন্ময় মন্ডল তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকালে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন’র কাছে কাস্তে-হাতুড় প্রতিকের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমাদেন। এসময় দলীয় নেতা-কর্মী সহ ইউনিয়নের বিপুল সংখ্যক সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এব্যপারে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিরন্ময় মন্ডল বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেন। সেই নির্বাচনের পর থেকে সবসময় এলাকার উন্নয়নে সহযোগীতা প্রদানসহ ইউনিয়নের সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিনিয়ত সভা, সমাবেশ, গণসংযোগ করে মানুষের আস্থায় পরিনত হয়েছি। এজন্য আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে।

ঊষার আলো-এমএনএস