UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তালায় শালতা খনন কাজ সমাপ্ত করার দাবিতে স্মারকলিপি

usharalo
মার্চ ৯, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : পশ্চিম শালতা নদী খনন কাজ সমাপ্ত করাসহ বিভিন্ন দাবিতে তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে শালতা রিভার বেসিন ও পানি কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা ও খুলনা জেলার ১৬ ও ১৭/১ নং পোল্ডারের মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিম শালতা নদী খনন কাজ সমাপ্ত করা, অববাহিকায় টিআরএম ও আন্তঃনদী সংযোগ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলি, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দারসহ শালতা রিভার বেসিন ও পানি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।