তালা প্রতিনিধি : ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে তালায় আনন্দ উদযাপন করা হয়েছে। সারাদেশের ন্যায় তালা থানা পুলিশ এউপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার (৭ মার্চ) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল। থানার এস.আই মো. কাউসার’র পরিচালনায় বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, অমল কান্তি ঘোষ, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালঅ মহিলঅ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম. নজরুল ইসলাম প্রমুখ।
আনন্দ উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে একে অপরের মুখে তুলেদেন। সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।
এরআগে, ৭মার্চ উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।