UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের সাথে সংলাপ চান অ্যাঙ্গেলা মের্কেল

usharalodesk
আগস্ট ২৬, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবান পতনের পর দীর্ঘ ২০ বছর আফগানস্তিানে যেসব পরিবর্তন ও উন্নয়ন এসেছে, সেগুলো ধরে রাখতে তালেবানের সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

গতকাল বুধবার জার্মান পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে উল্লেখ করে তিনি বলেন, গত ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সাথে আলোচনায় বসা প্রয়োজন।

মের্কেল জানান, আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সাথে সংলাপে বসা।

অন্যদিকে ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তার আগে তালেবান হুঁশিয়ারি করেছে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহার করে নিতে হবে।

(ঊষার আলো-এফএসপি)