UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তালেবানের সাথে সিআইএ প্রধানের গোপণ বৈঠক

ঊষার আলো
আগস্ট ২৪, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবান নেতা আব্দুল গনি বরাদারের সাথে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। গতকাল সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক হয়েছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে কাবুলে যান উইলিয়াম বার্নস। গত সপ্তাহে কাবুল দখলের পর এই প্রথম তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ে শীর্ষ বৈঠক হয়েছে। এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ বা সিআইএ’র কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিআইএ প্রধানের সাথে তালেবানের এমন সময় এই বৈঠকের খবর প্রকাশিত হলো যখন, কাবুল বিমানবন্দর হতে মার্কিন নাগরিক ও অন্যান্য মিত্রদের ৩১ আগস্টের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময় বেঁধে দিয়েছে তালেবান। স্বল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক লোকের কাবুল ছেড়ে যাওয়ার চেষ্টার ফলে বিমানবন্দরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)