UsharAlo logo
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের অধিনায়কত্বের প্রশ্নে কামিন্সের প্রসঙ্গ টানলেন বাশার

usharalodesk
নভেম্বর ২, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে এ সিরিজের পর আর তাকে নেতৃত্বে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। আলোচনায় এসেছে— কে হচ্ছেন নতুন অধিনায়ক? আর এই প্রশ্নে তাসকিন আহমেদের নামও এসেছে।

জাতীয় দলের অধিনায়কত্বের প্রশ্নে গতকাল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, আমরা অনেককেই ভাবি যে, সে অধিনায়কত্বের জন্য খুব ভালো। দায়িত্ব পালনের পর বোঝা যায় সে অধিনায়কত্বে কতখানি ভালো, আর  কতখানি যোগ্য। আবার অনেককে ভাবি যে, ও হয়তো অধিনায়কত্বের জন্য অতটা যোগ্য নয়, দায়িত্ব পালনে দেখা যায় সেই অনেক ভালো করছে।

তাসকিনের অধিনায়কত্ব প্রসঙ্গে বাশার বলেন, তাসকিন অনেক সিনিয়র খেলোয়াড়। অনেক দিন ধরে খেলছে। তাসকিনকে নিয়ে একটু চিন্তা হচ্ছে সে চোটপ্রবণ। কিন্তু প্যাট কামিন্স তো অধিনায়কত্ব করছে।

শান্তর বিষয়ে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে দ্রুতই শান্তর বিকল্প ঠিক করতে চায় বিসিবি। বাশার বলেন, ‘আমার মনে হয় আমরা যাকেই করি, আমাদের সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত। যাকেই নিই, আমরা যেন একটু লম্বা সময়ের জন্য নিই। কারণ দল হিসেবে আমরা ধারাবাহিক নই। অধিনায়কত্বে ধারাবাহিকতা রাখা গুরুত্বপূর্ণ।’

ঊষার আলো-এসএ