UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছর পর মুক্তি পাচ্ছে নায়িকা অপুর সিনেমা

ঊষার আলো
মার্চ ১, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : তিন বছর পর আবার বড়পর্দায় দেখা যাবে নায়িকা অপু বিশ্বাসকে। মুক্তি পেতে যাচ্ছে তার অভীনিত কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’। এসিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল। সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পেই নির্মিত হয়েছে এ সিনেমা। এরই মধ্যে এসিনেমাটির শুটিং শেষ হয়েছে।
এবিষয়ে অপু বিশ্বাস জানান, বিগত ২০১৮ সালে মুক্তি পায় ‘পাংকু জামাই’। লম্বা বিরতির পর এ সিনেমাটি দিয়েই আবারও দর্শকদের কাছে ফিরব। এঅভিনেত্রী আরও বলেন, কলকাতায় গিয়ে এই সিনেমার ডাবিং করে এসেছি। খুব শিঘ্রই এই সিনেমার মুক্তির দিন ঘোষণা করা হবে।
কলকাতার পাশাপাশি শর্টকাট সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে। সাফটা চুক্তির আওতায় এই দেশে মুক্তি দেওয়া হবে সিনেমা শর্টকাট। এসিনেমাটিতে কলকাতার গৌরব চক্রবর্তীর সাথে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস।

(ঊষার আলো-আরএম)