UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তায় ভেসে আসা সেই লাশ ভারতের সাবেক মন্ত্রীর

usharalodesk
জুলাই ১৭, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : তিস্তা নদীর স্রোতে ভেসে আসা অজ্ঞাত লাশটি ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আরসি রামচন্দ্র পাউডেলের বলে শনাক্ত করেছে পুলিশ।

এর আগে, সোমবার উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকার মাঝের চর থেকে গলিত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিস্তার বাম তীরের সলেডি স্পার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি লাশ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার পর নিখোঁজ হন রামচন্দ্র। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। ৮ দিন পর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সলেডি স্পার বাঁধের মাঝের চরে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিচয় শনাক্তের পর লাশ পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেক পোস্টে পাঠানো হয়েছে।

 ঊষার আলো-এসএ