UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা চুক্তির পাতায় পাতায় সই আছে: পররাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
মার্চ ১৫, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তিস্তা চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‌‘২০১১ সালে তিস্তা চুক্তির পাতায় পাতায় সই হয়ে আছে। তখন দু’দেশের সচিবরা তাতে সই করেছিলেন। কিন্তু সেটা আর বাস্তবায়ন হয়নি।’

আজ সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একটি প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের অনুষ্ঠানে ৫ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬-২৭ মার্চ বাংলাদেশে সফর করবেন। সফরকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। তাছাড়া সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সফরকালে তিনি সাতক্ষীরা এবং গোপালগঞ্জ জেলায় যাবেন।

নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘ওড়াকান্দির তীর্থস্থানে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করতে যাচ্ছেন, সেটা একটি তীর্থস্থান। সেই কারণেই তিনি ওখানে যাচ্ছেন।’

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত হতে ৩ কোটি ডোজ টিকা আসছে। আরও ৩ কোটি ডোজ টিকা আনার পরিকল্পনা রয়েছে আমাদের। তাছাড়া বিভিন্ন দেশ হতেও টিকা আনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।’

(ঊষার আলো-এফএসপি)