UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তীব্র দাবদাহে কানাডায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৯

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তীব্র তাপদাহের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৭১৯ জন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কানাডার পশ্চিমাঞ্চলে আরো ৫শ’ মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে।
গতকাল শুক্রবার ব্রিটিশ কলম্বিয়া চীফ বলেছে, দাবদাহের কারণে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়েছে। রেকর্ড তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে বেসামরিক নাগরিকরা।
চলতি সপ্তাহে দেশটিতে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার পরিস্থিতি খুবই খারাপ।
সেখানকার প্রধান লিসা লাপয়েন্তে বলেন, অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকে তাদের খোঁজ খবর নিন।
একদিকে দাবদাহ, এরই মধ্যে বাড়তি ভোগান্তি দাবানল। সবমিলিয়ে ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। কলম্বিয়ার ফায়ার সার্ভিস বলছে, বহু জায়গায় দাবানলের সৃষ্টি হচ্ছে। অনেক জায়গা পুড়ে গেছে।

(ঊষার আলো- এম.এইচ)