UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায় তালেবান

usharalodesk
আগস্ট ২২, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবান মুখপাত্র সোহাইল শাহিন জানিয়েছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি দরকার। তিনি তুরস্কের সরকারপন্থি দৈনিক ‘তুর্কিয়া’কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘আমাদের সকল অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলেকে পুনর্গঠন করব। এই ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।’

তালেবানের মুখপাত্র বলেন, ‘তুরস্ক আমাদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বের একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী দেশ তুরস্ক। মুসলিম বিশ্বেও তুরস্কের উঁচু মানের গ্রহণযোগ্যতা আছে। আফগানিস্তানের সাথে তুরস্কের সম্পর্ককে অন্য কোনো দেশের সাথে তুলনা করা চলে না।’

এর আগে কাবুল দখলের একদিন পর গত ১৬ আগস্ট তুরস্কের ক্ষমতাসীন সরকারের নিউজ চ্যানেল ‘তুর্ক খবর’কে দেওয়া সাক্ষাৎকারে সোহাইল শাহিন বলেছিলেন যে, ‘তুরস্ক আমাদের কাছে একটি ভ্রাতৃপ্রতীম ইসলামী দেশ হিসেবেই বিবেচিত। ’

সোহাইল শাহিন জানান, ‘তুরস্কের সাথে আমরা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই। ’ এরপর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত ১৯ আগস্ট তালেবানের সাথে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি হয়তো অচিরেই তালেবান নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।

তার আগে ন্যাটোর সদস্য দেশ হিসেবে গত ২০ বছর ধরে আফগানিস্তানে তুর্কি সেনা মোতায়েন ছিল। কিছুদিন আগে এরদোগান বলেন, তার দেশের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব গ্রহণ করবে। সে সময় তালেবান কাবুল দখল না করলেও আফগানিস্তানের বিশাল অঞ্চলের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের প্রস্তাব সম্পর্কে তালেবান তখন আঙ্কারাকে উদ্দেশ করে বলেছিল, আফগানিস্তানে যে কোনো বিদেশি সেনাকেই ‘শত্রুসেনা’ হিসেবে বিবেচনা করা হবে।

(ঊষার আলো-এফএসপি)