UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরাগে রিকশা গ্যারেজে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

usharalodesk
আগস্ট ৭, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ নূর হোসেন (৬০) নামে আরও একজন মারা গেছেন।রোববার (৭ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।তিনি বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে আট জন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে নূর হোসেন নামে একজন ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় এখনও ৫ জন চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে বলেও জানান আবাসিক সার্জন। এর আগে, গতকাল রাত সাড়ে ১১টায় আলম ও আজ ভোরে গ্যারেজ মালিক কাজী মাজহারুল ইসলাম মারা যায়।

শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আট জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন- মো. মিজান (৩৫), মাছুম (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।

ঊষার আলো-এসএ