UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগ নদীতে ট্রলার ডুবি : শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

ঊষার আলো
অক্টোবর ৯, ২০২১ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর গাবতলীতে তুরাগ নদীতে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুসহ ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এতে থাকা আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

সূত্র জানায়, আজ সকালে তুরাগ নদীতে ট্রলার ডুবির সংবাদ পাওয়া যায়। সাথে সাথে তিনটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠালে তারা উদ্ধার কার্যক্রম চালায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১ জন নারী এবং ২ শিশু রয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এতে নিখোজ হওয়া অন্যান্যদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-আরএম)