UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে আজ প্রথম যে দেশে যাচ্ছেন মোদি

usharalodesk
জুন ১৩, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বে আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলোর সঙ্গে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির।

কূটনৈতিক শিবিরের মতে, ভারতের কাছে এই পরিস্থিতি একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার। আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ গিতে মোদি কাজ়াখস্তান যাবেন। সেখানে চীন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে।

পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, ধারাবাহিকভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার।

ঊষার আলো-এসএ