ঊষার আলো রিপোর্ট : হিমালয়ের কোলঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও বাড়তে শুরু করেছে শীত। একইসঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্র বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে।
উত্তরের হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে এ জনপদে। রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে যানবাহন। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তবে কুয়াশা মিশ্রিত রোদ তেমন উত্তাপ ছড়ায় না। আবার সন্ধ্যা নামলে অনুভুত হয় কনকনে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, হিমালয় কন্যাখ্যাত এ জেলায় প্রতি বছর আগে ভাগেই শীত শুরু হয়। শীত এখান থেকে বিদায় নেয় সবার শেষে। এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ তৈরি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঠাণ্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসে কুয়াশার পরিমাণ বাড়তে পারে, সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।
ঊষার আলো-এসএ