UsharAlo logo
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় খড়ের পালা দেওয়া কে কেন্দ্র করে একজনকে পিটিয়ে যখম

তেরখাদা প্রতিনিধি
মে ৪, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকায় খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল শনিবার সকাল এগারোটার সময় নেবুদিয়া এলাকার সালাম শেখের ছেলে মনিরুজ্জামান শেখ( ৫৫)কে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইসমাইল শেখ, ফেরদৌস শেখ ও হাওয়া বেগম কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে মনিরুজ্জামানের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উল্লেখ্য যে উভয় পক্ষের মধ্য দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন বলেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।