UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

তেরখাদা প্রতিনিধি
মে ১৫, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা উপজেলার সাগলাদাহ ইউনিয়নের জুনারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার রাত নয়টার সময় নেবুদিয়া এলাকার রবিউল মোল্লার পুত্র হুমায়ূন মোল্লা সাগলাদাহ বুড়ো মায়ের গাছতলা মেলায় তরমুজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুনারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কাছে পৌঁছালে রাস্তার পাশে পূর্ব থেকে ওৎপেতে থাকা হাবিবুর মোল্লার পুত্র আসলাম মোল্লা সহ ৩-৪ জন হুমায়ুন মোল্লাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে রক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন বলেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান রয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।