UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

koushikkln
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ , প্রেসক্লাব, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানবাধিকার,সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি ও আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৬ই ডিসেম্বর) তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্নত মানের খাবার পরিবেশন, দোয়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহী মুনতাসির মেহেরান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম, সমাজসেবা কর্মকর্তার মোঃ শরীফুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের-কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড তেরখাদার আয়োজনে  বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও বোরহান উদ্দিন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শামীম হাসানের নেতৃত্বে নানা কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন:
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপির চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, কৃষক লীগের সভাপতি এস এম নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোঃ আনিচুল হক, সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমন, ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এ দিবসটি যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
অপরদিকে উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয় উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এফএম মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল আলম বাবর,সেলিম আহমেদ, এস এম ওবায়দুল্লাহ বাবু, আলমগীর হোসেন, শেখ শামীম হাসান, রিয়াজুর রহমান, শরিফুল ইসলাম লিংকন মিনা, জোবায়ের মেম্বার, কামরুল ইসলাম, মঞ্জুর সরদার, শাকির হোসেন খোকন,আব্দুল কাদের সুজ্জ্বল,মেরাজ, জাহিদুল মোল্লা সহ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।