UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় পানিতে পড়ে শিশুর মৃত্যু।

pial
আগস্ট ২০, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেংগা এলাকায় পানিতে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটেংগা এলাকার মোঃ কুবায়েদ মোল্লার দুই বছর বয়সী পুত্র সন্তান মোঃ ইছা মোল্লা গতকাল সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল, খেলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়।

এদিকে পরিবারের স্বজনরা তাকে না পেয়ে খোঁজ শুরু করেন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার ও তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রত্যেক পরিবারের অভিভাবকদের শিশুদের প্রতি আরো বেশি যত্নবান ও সতর্ক হওয়া আবশ্যক। এ বিষয়ে তেরখাদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)