UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলবাহী জাহাজের ধাক্কায় পণ্যবাহী জাহাজ ডুবি

ঊষার আলো
জুন ২১, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের ধাক্কা লেগে এমভি রুহুল আমিন নামে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। সোমবার (২১ জুন) রাত পৌনে ৮টার দিকে কর্ণফুলী নদীর জুট রেলিঘাট এলাকায় উক্ত জাহাজটি ডুবে যায়। নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় জাহাজে থাকা সব ক্রু ও নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এবিএম মিজানুর রহমান বলেন, জাহাজ এমভি রুহুল আমিন বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে পণ্য বোঝাই করে কর্ণফুলি নদীতে আসার সময় সেখানে আগে থেকে থাকা ওটি মিক হৃদয়-১ নামে একটি তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি পানিতে তলিয়ে যায়। জাহাজে থাকা নাবিকরা নিরাপদে উদ্ধার হয়েছেন।
(ঊষার আলো-এমএনএস)