UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেলিগাতি থেকে চোরাই মটরসাইকেল সহ ২ চোর আটক

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহাগরীরর আড়ংঘাট থানা পুলিশ গতকাল সোমবার দুপুরে ২ টি চোরাই মটরসাইকেল সহ ২ চোরকে আটক করেছে। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত চোররা হলো খুলনার দিঘলিয়া উপজেলার ইউনুস শেখের পুত্র দেলোয়ার ও সাতক্ষীরার শ্যামনগরের মোঃ আলী মোল্লার পুত্র সোবহান মোল্ল্যা ।

এলাকাবাসি সুত্রে জানা যায় খুলনা জলিল টাওয়ার এলাকা থেকে আটককৃতরা ২ টি মটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার এক পর্যায়ে বাইপাস মোস্তর মোড় এলাকায় একটি মটরসাইকেলের চেইন ছিড়ে যায়। তখন একটি নসিমনে করে সেই মটরসাইকেল নিয়ে দুই চোর চেইন লাগাতে আসে আড়ংঘটা থানাধীন তেলিগাতী পাকারমাথার রানার সাইকেল গ্যারেজে।

এদিকে আড়ংঘাটা থানা টহল পুলিশ মটর সাইকেল চোরদের পিছু নিয়ে তেলিগাতী পাকারমাথা এসে তাদেরকে আটক করে । থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন যেহেতু মটর সাইকেল খুলনা সদর থানা এলাকা থেকে চুরি হয়েছে সেহেতু এ বিষয়ে সদর থানাতে মামলা হবে আমরা শুধুমাত্র চোরাই মটর সাইকেল সহ চোর আটক করেছি। খুলনা সদর থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন আটককৃত চোরদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।