UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলিগাতীতে পরিত্যক্ত ঘর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী রাজাপুর কালভার্টের পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মোঃ নুর ইসলাম (৫০) নামের এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। নিহত নুর ইসলাম গাইকুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ময়ূর উদ্দীন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটির ভেতরে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে বস্তাটি খুলে ভেতরে একটি মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তারা আড়ংঘাটা থানা পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে এবং এটি বস্তাবন্দি অবস্থায় ছিল, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

ঊআ-বিএস