UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণ পেল আনসার-ভিডিপি’র ৬০ অস্বচ্ছল সদস্য

koushikkln
মে ১০, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে আনসার-ভিডিপি’র ৬০ অসচ্ছল সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এসময় আনসার-ভিডিপি’র উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন দলনেতা বাহারুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনসার-ভিডিপি’র উপজেলা ভারপ্রাপ্ত ফারুক হোসেন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং যশোর জেলা কমান্ডেন্ট সঞ্জয় কুমার সাহার তত্ত্বাবধানে মণিরামপুরে আনসার-ভিডিপি’র ৬০ জন সদস্যেকে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে তিন কেজি চাল, এক কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি ডাল ও আধা কেজি পেঁয়াজ।