UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপুরায় ১২ বাংলাদেশি গ্রেফতার

usharalodesk
নভেম্বর ২২, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারতের ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সিদ্দিক মিয়া (৬০), মনোয়ারা বেগম (৫০), আব্দুল আজিজ উল্লাহ্ (২২), আজিজুল হক (২৫), ওবায়দুল উল্লাহ্ (১৯), জামিলা খাতুন (৫), খুনশুন বেগম (১৮)। কহিনুর আক্তার (২২), সাগরিকা ইয়াসমিন (২০), সাতারাই ইয়াসমিন (৬ মাস), নুরু সিদ্দিক (৫), মোহান্তি ইয়াসমিন (২)।

আটককৃতদের সবার বাড়ি কক্সবাজারের উত্তর জালিয়াপাড়া এলাকায়। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানায়, ত্রিপুরা গোমতি জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে আটককৃত বাংলাদেশিরা। ট্রেনে হায়দ্রাবাদ যাওয়ার জন্য শুক্রবার সকালে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে গেলে রেলপুলিশ তাদের গ্রেফতার করে।

বাংলাদেশ ও ভারতের একটি দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তারা ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ করে বলেও রাজ্যের পুলিশ সেখানকার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

ঊষার আলো-এসএ