UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় দাঙ্গা : মৃত্যু ৭২

usharalodesk
জুলাই ১৪, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে দোকানপাট এবং শপিংমলে লুটপাট করছেন বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত ১২৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতা রুখতে পুলিশকে সহায়তার জন্য মাঠে সেনাবাহিনী নামানো হয়েছে।

ডারবানের ১টি ভবন থেকে একটি শিশুকে নিচে ফেলা হচ্ছে। ভবনের নিচতলায় দোকানে লুটপাটের পর আগুন দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানান, সহিংসতা উসকে দিচ্ছে এমন ১২ জনকে চিহ্নিত করা হয়েছে।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ওই সহিংসতাকে দক্ষিণ আফ্রিকার নব্বইয়ের দশকের পর দেখা সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে অভিহিত করেছেন। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির সাবেক প্রেসিডেন্ট  জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। গত শনিবার থেকে এই সহিংসতা শুরু হয়। (ঊষার আলো-আরএম)