UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরছেন ক্রিকেটাররা

pial
এপ্রিল ১৩, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার (১৩ এপ্রিল) সকালে প্রথম ধাপে দেশে এসেছেন ৮ ক্রিকেটার। আরও দুই ধাপে ভাগ হয়ে আগামীকাল দেশে ফিরবেন বাকী ক্রিকেটাররা।

প্রথম ধাপে আজ দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, খালেদ আহমেদ এবং মাহমুদুল হাসান জয়। ক্রিকেটারদের সাথে দলের একজন স্টাফও ফিরেছেন দেশে।

তবে ক্রিকেটাররা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। তারমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দেশেই থাকবেন। এদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন কোচরা। দুই টেস্টের প্রথমটি শুরু হবে চট্টগ্রামে ১৫ মে থেকে। আর ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

(ঊষার আলো-এফএসপি)