UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

pial
সেপ্টেম্বর ৭, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামোরে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

আল জাজিরা ও ম্যানিলা টাইমস জানায়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুনের ফলে এ সপ্তাহে প্রবল বৃষ্টি হয়। সোমবার ও মঙ্গলবার বয়ে যাওয়া এ ঝড়ের ফলে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু জানান, হিন্নামোরে শক্তিশালী টাইফুন আগে কখনো হয়নি, বন্যায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭টি লাশ এবং জীবিত ২ জনকে উদ্ধার করা হয়। বুধবারও এ উদ্ধার অভিযান চলছে।

টাইফুনের কারণে ৪ হাজার সাতশ’রও বেশি লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় মোট ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এবং প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা, ম্যানিলা টাইমস

(ঊষার আলো-এফএসপি)