UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ যুবদল সভাপতি মজনুসহ আটজন রিমান্ডে

usharalodesk
মার্চ ৮, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ এবং ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুসহ ৮ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে মঞ্জুর হওয়া অপর আসামিরা হলেন, রাসেল, খালেক টিপু, দিল গনি, শহিদুল ইসলাম, মোশাররফ, আবুল কাশেম ও ওয়াহিদ।

সোমবার (৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়, তারপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল্লাহ প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। এমন সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

(ঊষার আলো-এফএসপি)