UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, দুই হেলপার নিহত

ঊষার আলো
মার্চ ৬, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের পেছনে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় দুই সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে মাছ বোঝাই ট্রাকের চালকের সহযোগীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ইমন হাসান (২১), তিনি খুলনা শহরের বাস্তুহারা কলনীর নুর হোসেনের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় সড়কের ওপর দাঁড়িয়ে মেরামত করছিলেন বালুভর্তি ট্রাকের চালক। এসময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী মাছবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের সহকারী নিহত হন। মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঊষার আলো-এসএ