UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল হেলপারের

ঊষার আলো
জুন ৪, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় আলম মিয়া (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (০৪ জুন) ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পাশে থাকা আলম মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন।

ঘাতক ট্রাকের চালকও গুরুতর আহত হন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

ঊষার আলো-এসএ