দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডলের পক্ষে সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দাকোপ উপজেলার লাউডোব বাজার, লাউডোব ফেরিঘাট এলাকা, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর, বানিশান্তা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন রায়, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন,
রেজাউল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, শেখ ইমরান হোসেন যুবরাজ, আঃ রব, স্বপন কুমার রায়, সুকৃতি রায়, চঞ্চল রায়,
দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুমারেশ বিশ্বাস, প্রণব গাইন, সমীরণ মন্ডল, জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, জয় রায়, মোঃ হাফিজুল ইসলাম, চন্দ্র কান্ত মন্ডল চন্দন, শুকান্ত রায়, জয়ন্ত গাইন, জয় রায় মানিক, হাদিউজ্জামান অরেঞ্জ, দীন বন্ধু সরকার, উৎপল, মোঃ আনিস ফকির, মোঃ শহিদুল গাজী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।#