রাজশাহীর মোহনপুর থানায় দায়িত্ব পালনকালে আকবর আলী (৪৯) নামে এক পুলিশ কর্মকর্তার (এএসআই) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আকবর। আনুমানিক ৩টার দিকে অসুস্থতা বোধ করেন তিনি। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবরের মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন বলে জানান তিনি।
ঊষার আলো-এসএ