UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

pial
মে ৩০, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে তাসলিমা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত শিশু তাসলিমা নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের তারা মন্ডলের মেয়ে। পুলিশ জানায়, সোমবার সকালে হরিপুর গ্রামে বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু তাসলিমা এবং একপর্যায়ে পুকুরে পড়ে যায় শিশুটি। স্বজনরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)