UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই কভার্ডভ্যানের সংঘর্ষ, এক চালক নিহত

ঊষার আলো
জুন ১৮, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় দুটি কভার্ডভ্যানের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ওই চালকের সহকারী।শনিবার (১৮ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম শামসুল হক( ৫৫)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের অলি উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই কভার্ডভ্যানের চালক শামসুল হক মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঊষার আলো-এসএ