UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই কোটি টাকায় বিক্রি হলো ভেড়া

pial
অক্টোবর ৯, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মানুষ তার পছন্দের জিনিস সংগ্রহ করতে কত অর্থই না ব্যয় করে থাকেন। কেউ অতিরিক্ত টাকা দিয়ে জামা-কাপড়, জুতা, আসবাবপত্র ও বাড়ি ক্রয় করেন। কেউবা পছন্দের চিত্রকর্মের জন্য লাখ লাখ টাকা ব্যয় করেন। তবে এ তালিকায় পাঠক হয়তো যা আশা করতে পারেন না তা হলো ভেড়া। অস্ট্রেলিয়া দুই কোটি টাকা ব্যয় করে একটা ভেড়া কেনা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিক্রি হয়েছে এ ভেড়া। ভেড়াটি কিনেছে এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট এর ৪ সদস্য।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস ও চামড়ার চাহিদা খুব বেশি। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আর সেই সাথে দাম বাড়তে শুরু করেছে এই ধরনের ভেড়ার।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর জানান, আমার ভেড়াটির দাম কোটি টাকা ছাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গায়ে খুব বেশি লোম হয় না। শুধু মাংসের জন্যই এ ভেড়া প্রতিপালন করা হয়, খুব দ্রুত বড় হয় এই ভেড়া। অস্ট্রেলিয়ায় যেহেতু ভেড়ার মাংসের চাহিদা বিপুল, কাজে হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।

গত বছরে স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকায়। আর সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল, ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জেতে এটি। এই বছর এখন পর্যন্ত গ্রাহাম গিলমোর ভেড়াটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

(ঊষার আলো-এফএসপি)