UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছর বয়সি লায়লার জীবন কেড়ে নিল ইসরাইলি সেনা

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, মেয়েশিশুটির নাম লায়লা আল–খাতিব। বয়স দুই বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরাইলি সেনা লায়লার মাথায় গুলি করে। গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়। খবর আল-জাজিরার।

এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আর টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিল ইসরাইলের সেনারা।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনের প্রায় ৪৭ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।

ঊষার আলো-এসএ