UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন নিতে হবে

koushikkln
অক্টোবর ২৮, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আগামী দুই মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন (রেজিস্ট্রেশন) নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংককে যুক্ত রাখার নির্দেশ দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

তার আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। সেখানে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশনপ্রাপ্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন কোনো প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করতে প্রচারণা চালাতেও বলা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান যেন ভুয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন না নিতে পারে।

পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

(ঊষার আলো-এফএসপি)