UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘দুই ম্যাচ নিষিদ্ধ’ হৃদয় আজ খেলছেন কীভাবে

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং গণমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্যের দায়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়কে। তবে সেই শাস্তির পরও আজ (রোববার) বিকেএসপির ৩ নম্বর মাঠে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে মোহামেডান অধিনায়ক হিসেবেই মাঠে নামলেন হৃদয়।

জানা গেছে, হৃদয়ের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেওয়ার পরপরই মোহামেডান আপিল করেছিল। তাতেই শাস্তি কমেছে হৃদয়ের। লিগ ও টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে মোহামেডানের আপিল বিবেচনায় নেওয়া হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফ করে তাকে খেলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

টেকনিক্যাল কমিটির সূত্র জানিয়েছে, টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতেই হৃদয়ের নিষেধাজ্ঞা আংশিক মওকুফ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের বিপক্ষে এখন ৪২ ওভারে ২৪১ রানের লক্ষ্যে খেলছে মোহামেডান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোহামেডান দলের কয়েকজন তারকা ক্রিকেটার জাতীয় দলে থাকায় বেশ বিপদেই পড়েছে দলটি। কয়েকজন বদলি ক্রিকেটারও দলভুক্ত করলেও একাদশ সাজাতে হিমিশিম খেতে হয়েছে মোহামেডানের।

প্রসঙ্গত, সুপার লিগের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে রীতিমতো উড়ে গিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বড় পরাজয়ে শিরোপার দৌড়ে শুরুতেই পিছিয়ে পড়েছে তারা।

ঊষার আলো-এসএ