UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১০, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার এবং তাদের ব্যবহৃত চারটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তাররা খুলনা মহানহীর ফুলবাড়ি গেট এলাকায় সাবেক ইউপি সদস্য আরিফ হত্যা মামলার আসামি। গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে কুয়েট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করে সন্ত্রসীরা।

গ্রেপ্তাররা হলেন, খুলনার মহেশ্বরপাশা এলাকার হুমায়ুন কবির, ইসতিয়াক শাহরিয়ার, কাজী রায়হান, আসিফ মোল্লা, ইমন হাওলাদার।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার তোহিদুল আরিফ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।