ঊষার আলো ডেস্ক : কুমিল্লার বরুড়ায় দু’ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে শিলপাটার পুতার আঘাতে জমিলা বেগম (৫০) নামের এক নারীর মৃত্য হয়েছে। তার ভাসুরের ছেলে শাহজাহান তার মাথায় পুতা দিয়ে আঘাত করে। সোমবার (১৫ মার্চ) উপজেলার হাটপুকুরিয়া গ্রামের নুরু মেম্বারের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত জমিলা বেগম সেই বাড়ির কৃষক তরব আলীর স্ত্রী। এই ঘটনার পর অভিযুক্ত শাহজাহানকে (২৩) স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করে। শাহজাহান হল আবদুল করিমের ছেলে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, প্রাথমিকভাবে জানা যায় হত্যায় একমাত্র অভিযুক্ত শাহজাহান এবং তার ভাই মোজাম্মেলের মধ্যে পারিবারিক কলহ নিয়ে সোমবার সকালে ঝগড়া হচ্ছিল। তাদের ঝগড়া থামাতে গিয়ে হত্যার শিকার হন জমিলা। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
(ঊষার আলো-এফএসপি)