UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ভিক্ষের দিকে কেন ঠেলে দিচ্ছেন : মোমিন মেহেদী

pial
জুলাই ৭, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদেরকে প্রশ্ন ছুড়ে বলেছেন, দুর্ভিক্ষের দিকে কেন ঠেলে দিচ্ছেন? দেশ যদি ভালো না থাকে কেউ ভালো থাকতে পারবে না, সে যতই টাকার মালিক হোক না কেন! অতএব, লুটপাট বন্ধ করে দেশ আর মানুষের পাশে দাঁড়ান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিন-আরাম-আয়েশ বাদ দিয়ে আমজনতার সাথে থাকুন।

৭ জুলাই বেলা ১২ টায় সিলেট-সুনামগঞ্জবাসীর জন্য নতুনধারার পক্ষ থেকে পোশাক উপহার পাঠানোর প্রস্তুতি পর্বে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)