ঊষার আলো রিপোর্ট : রংপুর সিটি করপোরেশনের ভোট মঙ্গলবার (২৬ ডিসেম্বর)। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ২২৯ কেন্দ্রে নেওয়া হচ্ছে ইভিএম মেশিন ও নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
ইভিএমে ২২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭ সিসিটিভি ক্যামেরা। এর মধ্যে ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নগর পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রের মধ্যে কোতোয়ালি থানায় ৩৭টি, তাজহাট থানায় আটটি, মাহিগঞ্জ থানায় ৯টি, হারাগাছ থানায় ৯টি, পরশুরাম থানায় ১৩টি ও হাজিরহাট থানায় ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
এদিকে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। সোমবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি রাশেদা বলেন, ‘সবাই মিলে নির্বাচন করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নেই, তবু আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করব। ’
তিনি বলেন, ‘রসিক নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। তার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এই কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করব। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। ’
সিসি ক্যামেরা জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না―এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসি ক্যামেরার ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) নেই। তবু জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না তা এখনই বলা যাচ্ছে না।
নগরীতে ১১ প্লাটুন বিজিবি সাথে থাকছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন র্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবেন ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেন, ‘সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। রংপুর সিটি করপোরেশনে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।