UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের করোনা টিকার সনদ অনুমোদন যুক্তরাজ্যর

ঊষার আলো
অক্টোবর ৮, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের করোনা টিকা সনদ যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় এবার বাংলাদেশের নামযুক্ত হলো।

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন শুক্রবার (৮ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১১ অক্টোবর) ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে নেওয়া টিকা সনদ কার্যকর হবে।

১১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নেওয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর ১০ দিন হোটেল কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের দুই ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)